সর্বশেষ সংবাদঃ
image

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত অদম্য মেধাবীদের সংবর্ধনা জানিয়েছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা।

  • |
  • ২০ ফেব্রুয়ারি ২০২৩

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত অদম্য মেধাবীদের নিয়ে সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা।


আজ সোমবার (২০ই ফেব্রুয়ারি, ২০২৩) সকাল এগারো টায় রাজধানীর রুপনগরে শহীদ শেখ মোজাম্মেল হক মঞ্জু মিলনায়তনে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত অদম্য মেধাবী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর পশ্চিম শাখা সেক্রেটারি মু. আসাদুজ্জামান বলেন, দরিদ্রতার সঙ্গে সংগ্রাম করে বিজয়ী ওরা। দরিদ্রতা কখনও তাদের মেধা বিকাশে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

অদম্য ইচ্ছাশক্তি তাদের এ সাফল্য এনে দিয়েছে। এদের মধ্যে কেউ হতে চায় ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক কেউবা প্রশাসনিক কর্মকর্তা। দরিদ্রতাকে জয় করে ওরা এগিয়ে যেতে চায়। এজন্য প্রয়োজন সরকার ও হৃদয়বান ধনী ব্যক্তিদের সহযোগিতা।


তাছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ বক্তব্য রাখেন। এসময় প্রত্যেক অদম্য মেধাবী শিক্ষার্থীদের হাতে দশ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট, মোটিভেশনাল বইসহ বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়।

সংশ্লিষ্ট